সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই আসরে বাংলাদেশের লাল-সবুজের দল ‘এ’ গ্রুপে পড়েছে। গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান, নেপাল ও ভুটানকে।
বুধবার (১৮ এপ্রিল) রাজধানীর এক হোটেলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই আসরের ড্র অনুষ্ঠিত হয়। আসরের ‘বি’ গ্রুপে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আগমী ৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দিয়ে আসরটি মাঠে গড়াবে। আর ১৫ সেপ্টেম্বর ফাইনালের মধ্যদিয়ে আসরটি শেষ হবে।
অবশ্য বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ফিফা র্যাংকিংয়ে তারা আছে একেবারেই তলানিতে। তারা আছে ১৯৭তম স্থানে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)