মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৮ পয়সা।
আগামী ৩১ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)