চট্টগ্রাম সংবাদদাতা : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে চট্টগ্রাম কটনমিলের বিপুল পরিমাণ তুলা আগুনে পুড়ে গেছে। নগরীর বালুচরা এলাকায় বৃহস্পতিবার রাত ৯টায় পিএইচপি গ্রুপের মালিকানাধীন ইব্রাহীম কটনমিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্খানীয় সূত্র জানায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের উপ-সহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কটনমিলের কর্মচারী বদরউদ্দিন মোল্লা জানান, যেখানে তুলা মেশানো হয় সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

তবে কটনমিলে কি পরিমাণ তুলা মজুদ ছিল তা তিনি জানাতে পারেননি।

(দিরিপোর্ট২৪/এমএইচও/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)