দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজন জঙ্গিকে সিরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) তারা জানায়, এক মাস আগেই তাকে গ্রেফতার করে সিরিয়ায় তাদের সহযোগী বাহিনী এসডিএফ।

পেন্টাগনের মুখপাত্র এরিক পাহোন বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে মোহাম্মদ হায়দার জামার নামে সিরীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে এক মাস আগে আটক করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স।’

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় উত্তর ও পশিমাঞ্চলে কার্যক্রম চালাচ্ছে। পাহোন বলেন, ‘আমরা আমাদর সহযোগী এসডিএফের সঙ্গে কাজ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

৯/১১ দিয়ে তৈরি এক প্রতিবেদনে জামারের ব্যাপারে বলা হয়েছিল। সেখানে বলা হয়, সহিংস জিহাদে উদ্বুদ্ধ ছিল জামার। হামলায় টাকা চুরির মূল হোতা রামজি বিনালসিবহকে প্রভাবিত করেছিলেন জামার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আতার সঙ্গেও যোগাযোগ ছিল তার।

মার্কিন কর্মকর্তারা বলেন, এসডিএফের হেফাজতের হাজার হাজার জঙ্গি আটক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২০, ২০১৮)