মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আসামির সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ কনস্টেবল শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কালীগঙ্গা নদীর জয়নগর এলাকা থেকে শাহীনুরের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয় জে‌লেরা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে শাহীনুর নিখোঁজ হন। তিনি সদর থানায় কর্মরত ছিলেন। দেড় বছর আগে তিনি এখানে যোগ দেন। শাহীনুর গাজীপুর জেলার গোহাইলবাড়ি গ্রামের অহিদুর রহমানের ছেলে। শাহীনুর স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে গিলন্ড গ্রামের আবদুস সালামকে আটক করে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় সালাম দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাকে ধরার জন্য কনস্টেবল শাহীনুরও নদীতে ঝাঁপ দেন। সালাম নদী সাঁতরে পালিয়ে গেলেও নিখোঁজ হন পুলিশ কনস্টেবল শাহীনুর।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস মানিকগঞ্জ ও ঢাকার পাঁচ ডুবুরি অভিযান শুরু করে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২০, ২০১৮)