পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী আহত
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার পৌর এলাকায় শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। দেয়ালের পাশে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- আফরিন (১১), আফসানা (৭), ইসমাইল (৬) ও আমিন (৫)।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, শিক্ষার্থীদের আঘাত গুরুতর না। তারা এখন আশঙ্কামুক্ত।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২১, ২০১৮)