সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি, ড্রোন ভূপাতি
দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের সংরক্ষিত এলাকায় রাজপ্রাসাদের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর- আরব নিউজের।
শনিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে এ গোলাগুলির ঘটনা ঘটে।
রিয়াদ পুলিশের একজন মুখপাত্র শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী খুজামা এলাকা সংলগ্ন চেক পয়েন্টে একটি অননুমোদিত খেলনার ড্রোন চিহ্নিত করেছে। পরে তারা সেটিকে ভূপাতিত করেছে।
তিনি আরও বলেন, স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বিষয় নিশ্চিত করতে পারেননি। এদিকে এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। ৩০ সেকেন্ড স্থায়ী ওই গোলাগুলির ঘটনায় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি ধারণা করা হচ্ছে।
এর আগে অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে ওই এলাকায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। তারা জানায়, তারা নিরপেক্ষভাবে ওই ভিডিও’র সত্যতা যাচাই করতে পারেনি।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)