দিরিপোর্ট২৪ ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী নাগলা আলী বলেছেন, কারাগারেও অবিচল আছেন মুরসি।

কারাগারে মুরসির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে এ কথা জানান তিনি।

নাগলাসহ মুরসির কয়েকজন স্বজন বুধবার বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বোর্গ আল-আরব কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন। নাগলা বলেন, ‘তিনি আরো বেশি দৃঢ় ও অবিচল রয়েছেন।’

চলতি বছরের জুলাই মাসে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যূত করে। ২০১২ সালের নভেম্বরে ক্ষমতা বাড়িয়ে নিতে ডিক্রি জারি করেন মুরসি। এই ডিক্রির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। এ নিয়ে চলা সংঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়। ওই সংঘাত ও হত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে বিচার চলছে মুরসির।

এছাড়া, দেশটির অন্তর্বর্তী সরকার মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। আটক করা হয়েছে ব্রাদারহুডের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে।

এদিকে, মুরসির ক্ষমতাচ্যূতির পর তার সমর্থকরা এর প্রতিবাদে অব্যাহতভাবে বিক্ষোভ করছে। এসব বিক্ষোভে এ পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

মুরসির সমর্থকদের দাবি, তাকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যূত করা হয়েছে। আর এখন তাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের মুখোমুখি করা হচ্ছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)