হাক্কানি পাল্পের টিস্যু ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের টিস্যু ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন আজ রোববার থেকে শুরু হচ্ছে।
ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি টিস্যু ইউনিটের কাজ প্রায় শেষ করে ফেলেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ আজ ২২ এপ্রিল থেকে পরীক্ষামূলক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এরপর পরীক্ষামূলক উৎপাদনের কর্মক্ষমতার ভিত্তিতে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনের তারিখ নির্ধারণ করবে।
এর আগে হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের পরিচালনা পর্ষদের সভায় সংশোধিত প্রস্তাবের মাধ্যমে টিস্যু পেপার প্রকল্পের ব্যয় বৃদ্ধি করেছিল।
কোম্পানিটি বৈদ্যতিক সাবস্টেশন স্থাপন ও বেসামরিক ভিত্তি কাজের জন্য প্রকল্প ব্যয় বৃদ্ধি করেছিল।
কোম্পানির টিস্যু পেপার প্রকল্পের ব্যয় ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা থেকে ৩১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা বেড়েছিল।
হাক্কানি পাল্প ব্যাংক ঋণের মাধ্যমে এই অতিরিক্ত অর্থ ব্যয় মেটায়।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)