পল্টনে দু’বাসের সংঘর্ষে নিহত ১
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টনে দুই বাসের সংঘর্ষে মিজান কাজী (৪০) নামে এক বাস চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
সোমবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (এসআই) বাচ্চু মিয়া জানান, রাজধানীর পল্টন মোড়ে দুই বাসের সংঘর্ষে ঘটনাটি ঘটে। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত মিজান বাস চালক ও আহতরা সবাই বাস যাত্রী ছিল।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৩, ২০১৮)