দ্য রিপোর্ট ডেস্ক : নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

অ্যাঞ্জেল গাহোনা নামে ওই রিপোর্টার সে সময় ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসের এক ব্যাংকে ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন এবং রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। খবর- বিবিসির।

ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হবার আগ মূহুর্তে গাহোনা ব্যাংকের একটি ভাঙা ক্যাশ মেশিনের বর্ণনা দিচ্ছিলেন।

চারপাশ থেকে সেসময় তার নাম ধরে চিৎকার করে ডাকতে শোনা যায় মানুষকে এবং সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসেন।

তবে গুলি কোথা থেকে আসে বা কে গুলি করেছে তা এখনো চিহ্নিত হয়নি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল, ২৩, ২০১৮)