দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

রবিবার (২২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ২০.০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাড়ছে বজ্রপাতের ঝুঁকি
দেশে এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি মাসের শেষ সপ্তাহ জুড়ে সারাদেশে বজ্রঝড়ের প্রভাব অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল, ২৩, ২০১৮)