গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লাল ওরফে বিলুকে ডেকে নিয়ে হত্যা করে ওই ১৩ জন। এর পর এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১৩ জনের মৃত্যদণ্ড দেয়া হলো।
বিল্লাল ওরফে বিলু জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমের স্বামী হত্যা মামলার আসামি। তিনি কালীগঞ্জের ন্যাশনাল জুটমিলের শ্রমিক ছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল, ২৩, ২০১৮)