দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাসে লাঞ্ছিত করার অভিযোগে তুরাগ পরিবহনের এক বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সায়দাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান, নয়ন এবং মনির।

এর আগে শনিবার (২১ এপ্রিল) এই লাঞ্ছনার ঘটনার পর রবিবার (২২ এপ্রিল) উত্তরা সড়কে বিক্ষোভ করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা তুরাগ পরিবহনের কয়েকটি বাসও আটকে রাখেন।

গুলশান থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলার পর বাসের শ্রমিকদের গ্রেপ্তারে সচেষ্ট হয় পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, সেই বাসের চালক, হেলপার এবং কন্ডাক্টরকে সোমবার সন্ধ্যায় সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৪, ২০১৮)