দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনএসআইয়ের সাবেক ডিজি মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) গুলশানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তার করা আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

তুরিন আফরোজ জানান, ওয়াহিদুল হকের ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৪, ২০১৮)