বিএনপির বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন
দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)