বরগুনায় আগুনে পুড়েছে ১১টি দোকান
বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। মোম কিংবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর ইসলাম রিপন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুন দেখে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার কথা প্রচার করা হয়। এসময় কেউ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস কর্মীরা।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)