খালেদার মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলা এ মানববন্ধনে এখন দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে শুরু হওয়া এ কর্মসূচি বেলা ১২টা পর্যন্ত চলবে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়াকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
তার মুক্তির দাবিতে এর আগে ১২ ফেব্রুয়ারি ও ৮ মার্চ দুই দফায় ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করে বিএনপি।
বুধবার তৃতীয় দফায় মানববন্ধনের এ কর্মসূচি সারাদেশের মহানগর ও জেলা সদরেও হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নিচ্ছন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আছেন।
এই কর্মসূচি ঘিরে সকাল সাড়ে ১০টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টন সমবেত হয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ এপ্রিল থেকে বিএনপি নতুন যে সাত দিনের কর্মসূচি শুরু করেছে, এটি তার তৃতীয় দিনের কর্মসূচি।
মানববন্ধনের এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের আশে-পাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)