লৌহজংয়ের কলমা ইউপি উপনির্বাচন ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদী থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরনে ছিল লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি।
মুন্সীগঞ্জ প্রতিনিধি : লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ওরফে সাগর ফকির ও মো. আসাদুজ্জামান ওরফে আসাদ ভাণ্ডারী।
লৌহজং থানার ইউএনও অহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর নির্বাচিত ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ইন্তেকাল করেন। এ জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৪৪২।
(দিরিপোর্ট২৪/জিএমএম/এপি/এএস/নভেম্বর ০৮, ২০১৩)