নবাবগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তি নিহত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাফিজুল ইসলাম ওরফে হাপু (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার পুটিমারা ইউনিয়নের বুজরুক হরিণা গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাফিজুল ইসলাম ওরফে হাপু নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বুজরুক হরিণা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়ন চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামের পাশে মাঠে ঘাঁস কাটছিলেন হাফিজুল ইসলাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৬, ২০১৮)