লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম ওরফে নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত ডাকাত।
সদর উপজেলার চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মদ জানান, চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় শুক্রবার ভোরের দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে নুরুল আলম ওরফে নুরু ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন পুলিশের এক সদস্য।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিহত নুরু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৮)