চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে শাহীন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহীন হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মরহুম আমির উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় অবস্থান করছিল বিজিবি সদস্যরা। এ সময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ মডার্ন নামের একটি বাস গতিরাধে করে বিজিবি সদস্যরা। পরে সেখানে তল্লাশি চালিয়ে বাসযাত্রী শাহীনকে আটক করে।
তিনি জানান, পরে তার দেহ তল্লাশী করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। ৭টি বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/আরআর/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৮)