চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার রেলব্রিজের কাছে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দীনের ছেলে সুজন আলী (২৩) এবং একই গ্রামের নূরনবীর ছেলে আরাফাত রহমান (৮)। তারা আপন চাচাতো ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে সুজন আলী তার নানা নূর ইসলামের মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিলের অনুষ্ঠানে যোগ দিতে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুরে যান।
এদিন দুপুরে তিনি তার চাচাতো ভাই আরাফাতকে নিয়ে রেলব্রিজ দেখতে যান। রেললাইনের ওপর হাঁটাহাঁটি করার সময় পেছন থেকে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৮)