কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস চাপায় বাপ্পী চন্দ্র দাস নামে মোটরবাইক আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১১টায় মহাসড়কের কাবিলায় ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাপ্পী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র এবং মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লিটন চন্দ্র দাসের পুত্র।

পড়ালেখার পাশাপাশি বাপ্পী কুমিল্লার আলেখারচর এলাকায় মেডিসিন মার্কেটের একটি দোকানে পার্টটাইম চাকুরি করতো বলে জানা যায়।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিনে বাপ্পী ওষুধের দোকান থেকে ডিউটি শেষে মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার পথে কাবিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাপ্পী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে বাপ্পীর পরিচয় নিশ্চিত হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৮, ২০১৮)