গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, আহত ৩৫০
দ্য রিপোর্ট ডেস্ক : গাজার পশ্চিম সীমান্তে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় তিনজন নিহত হন। এতে আহত হয়েছে ৩৫০ জন।
শুক্রবারও (২৭ এপ্রিল) গাজার পূর্ব সীমান্তে বিক্ষোভ করতে জড়ো হলে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় ইসরাইলি সেনারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানায় আনাদলু সংবাদ সংস্থা।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবদুস সালাম বাকর (২৯) নামের এ তরুণ খুজা শহরের কাছে ইসরাইলি সেনাদের ছোঁড়া গুলিতে নিহত হন।
অন্য দুইজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে মন্ত্রণালয় জানায়।
আহতদের মধ্যে ৭৫ জনই তাজা বুলেট, ৯৬ জন নিক্ষিপ্ত বোমা, ১৫ জন রাবার বুলেটবিদ্ধ হন বলে জানা যায়।
কয়েক দশক ধরে দখলধার ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন, বিক্ষোভ ও সংগ্রাম করে যাচ্ছে ফিলিস্তিনিরা।
প্রসঙ্গত, প্রত্যাবাসন দিবস উপলক্ষ্যে ৩০ মার্চ থেকে বিক্ষোভে ইসরাইলি সেনারা ৪৪ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এ ছাড়া আহত হয়েছে ৫ হাজার ফিলিস্তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৮, ২০১৮)