খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
খুলনা প্রতিনিধি : বকেয়া মুজুরি পরিশোধসহ ১১দফা দাবিতে খুলনায় রাজপথ ও রেলপথ অবরোধ করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
রবিবার (২৯ এপ্রিল) নগরীর খালিশপুর নুতন রাস্তা মোড়ে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসুচি চলবে দুপুর ১২টা পযর্ন্ত।
বাংলাদেশ রাষ্ট্রায়াত্ব পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহবানে চলমান কর্মসূচির অংশ হিসাবে রবিবার এই চার ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
ফলে খুলনা-যশোর সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন এবং ঢাকামুখী ট্রেনসহ সকল রেল চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৮টার দিকে বিভিন্ন জুট মিট হতে মিছিল সহকারে শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে এসে যশোর সড়কে অবস্থান নেয়। এই সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক এবং রেলপথে চলাচল বন্ধ করে দেয়।
খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন।
পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক দ্বীন ইসলাম বলেন, বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ-সুবিধা দেয়াসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সিটি করপোরেশনের ভোটকেন্দ্রে যাবো না।
তিনি বলেন, আগামী ৪ মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৯, ২০১৮)