খুলনা সিটি নির্বাচন বর্জনের হুমকি পাটকল শ্রমিকদের
খুলনা ব্যুরো: খুলনায় বন্ধ কয়েকটি পাটকল চালু করলেও বেতনভাতাসহ সুযোগ সুবিধা পাচ্ছে না প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার।
এ কারণে ১১ দাবিতে তারা আন্দোলন শুরু করে। আর দাবি মানা না হলে সিটি নির্বাচনে ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
খুলনা মহানগরীর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেয়া হয় খালিশপুর-দৌলতপুর শিল্পাঞ্চলের পাটকলসহ ৮টি শিল্প-কারখানা। বর্তমান সরকার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুটমিল এবং পিপলস মিলসহ চারটি পাটকল চালু করে। কিন্তু ৯টি সরকারি পাটকল শ্রমিকরা কয়েক মাসের বকেয়া মজুরি ও ভাতা না পেয়ে বকেয়া বেতন-ভাতাসহ ১১দফা দাবিতে আন্দোলন শুরু করে।
পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সিটি নির্বাচনের আগেই মজুরি কমিশনসহ ১১দফা দাবি পূরণ না হলে নির্বাচনে ভোট দিবে না পাটকল শ্রমিকরা।
রবিবার বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ১১ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ করে।
খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে।
পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক দ্বীন ইসলাম সেসময় বলেন, বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ-সুবিধা দেয়াসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সিটি করপোরেশনের ভোটকেন্দ্রে যাব না।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ৩০, ২০১৮)