রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল এলাকার একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত দুই জনের মধ্যে একজন প্রকৌশলী রয়েছেন। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল ৪ নম্বর ব্রিজের উত্তরপাশে এই ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো. হেদায়েত উল্লাহ (২৫) ও মো. হাবিব উল্লাহ (২৬)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, ‘মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করছি। কারণ তাদের মাথায় হেলমেট ছিল না। কর্তব্যরত পুলিশ তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’
নিহত হেদায়েত উল্লাহ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সাতরাস্তা এলাকায় তিনি থাকেন। তার বাবার নাম আব্দুর রব খান। কুমিল্লার লাঙ্গটকোট উপজেলার তুলাগাঁও গ্রামে তাদের বাড়ি।
অপরদিকে, নিহত হাবিব উল্লাহ’র বাবার নাম ফজলুল করীম ভূইয়া। গাজাপুরের কাপাসিয়া এলাকায় গাজীপুর থাকেন। তিনি সোমবার একটি চাকরির সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন। রাতে বন্ধু হেদায়েতের বাসায় ছিলেন। তবে দুজনে ওই রাতে কোথায় যাচ্ছিলেন তা জানাতে পারেনি পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মান্নান বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর তারা দুজনে গাছ ও সড়কের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আমাদের থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৮)