সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মাসুদ উপজেলার বন্দেকাটি গ্রামের মোনায়েম হোসেন গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার বন্দকাটি গ্রামে এ ঘটনায় মাসুদ আহত হন। মঙ্গলবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে মাসুদের দুই চাচা মোয়াজ্জেম হোসেন ও আব্দুল আজিজ এবং আজিজের ছেলে আশরাফ হোসেনকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক রাজীব বলেন, গ্রামের জমি নিয়ে মোনায়েমের সঙ্গে তার ভাই মোয়াজ্জেম, আজিজ ও মোকাররমের গাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আশরাফ ও তার অনুসারীরা মাসুদের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি।
তিনি বলেন, মাসুদকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হচ্ছিল।
মাসুদকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রেশমা ও বোন শারমিনও আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৮)