শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।

বন বিভাগের গজনী বিট কর্মকর্তা আব্দুর রফিক বলেন, মঙ্গলবার ভোরে গারো পাহাড়ের উত্তর গান্ধিগাঁও এলাকার লোকজন হাতিটি মৃত পড়ে থাকতে দেখেন।

এর বয়স আনুমানিক সাত বছর জানিয়ে তিনি বলেন, গজনী ফরেস্ট বিটের কর্মকর্তারা মৃত হাতিটি হেফাজতে নিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়নাতদন্তের পর মাটিচাপা দেওয়া হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুমান করার মত কোনো আলামত পাওয়া যায়নি বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৮)