দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে না পারায় এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার নাম তাসলিমা আক্তার (২৪)।

বুধবার রাত ১১টায় দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

দুই শিশু সন্তান, স্বামী মোশাররফ হোসেনকে নিয়ে সবুজবাগ বৌদ্ধমন্দির প্রথম লেন এলাকায় একটি বাড়ির ছয়তলায় ভাড়া থাকতেন তাসলিমা। নওঁগার রানীনগর উপজেলার কালিগ্রামের মুনশীপুরে বাড়ি তার।

স্বামী মোশাররফ হোসেন জানান, তার স্ত্রী দুই মাস ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিছু দিন আগে বারডেম হাসপাতালে তাকে ভর্তি করে তার চিকিৎসা করা হয়। সেখানে কিছুটা ভালো হলে তাসলিমাকে বাসায় নেওয়া হয়।

মোশাররফ দাবি করেন, উচ্চ রক্তচাপের কারণে তাসলিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৩, ২০১৮)