দ্য রিপোর্ট প্রতিবেদক: কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইয়াবা বিক্রির চেষ্টার অভিযোগে আজ বৃহস্পতিবার বিকেলে তাকে বরখাস্ত করা হয় বলে কারা প্রশাসনের কর্মকর্তারা জানান।

মোমিনুল ইসলাম কাশিমপুর কারাগার থেকে প্রেষণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। এই কারাগারে তিনি নয় মাস ধরে দায়িত্ব পালন করছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এক লোককে কারা ফটকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তি জানান, তার বাড়ি কারাগারের পাশে। তিনি স্থানীয় চেয়ারম্যানের লোক বলে পরিচিত। তাকে ৫৯ পিছ ইয়াবা বিক্রি করে দেওয়ার জন্য কারা ফটকে ডেকে আনেন ডেপুটি জেলার মোমিনুল ইসলাম। এ সময় তার হাতে ৫৯পিস ইয়াবাও ছিল। এ ঘটনা তিনি জানার পরপরই বিষয়টি কারা তত্ত্বাবধায়কে জানান। তখনই তা কারা মহাপরিদর্শকে জানানো হয়।
আজ এ সংক্রান্ত প্রতিবেদন কারা মহাপরিদর্শকের কাছে পাঠানোর পর বিকেলে মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপ কারা মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম (ডিআইজি প্রিজন, ঢাকা) মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্তের খবর নিশ্চিত করেন। (দ্য রিপোর্ট,টিআইএম/৩মে,২০১৮)