গুলশানে বিকেলে বিএনপির বৈঠক
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতা ও সম্পাদক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন, ৭ মে সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির পরবর্তী করণীয় কী হবে তা নিয়ে সভায় আলোচনা হবে।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানান টিপু।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৪, ২০১৮)