হাওয়াইয়ে শক্তিশালী ভূমিকম্প, নতুন অগ্ন্যুৎপাত
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পটির প্রভাবে সেখানে নতুন করে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। শুক্রবারের নতুন এ উদগিরণের ফলে লাভা জ্বালামুখ থেকে প্রায় ১০০ ফিট উঁচু হয়ে বের হচ্ছে। লোকালয়ে লাভা ছড়িয়ে পড়েছে, জ্বলছে ঘরবাড়ি।
এতে পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর- এএফপির।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়।
হাইয়াওইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কমপক্ষে তিনটি সড়কে ফাটল ধরেছে। লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট কেউ থাকলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে।
তারা জানিয়েছে, বাতাসে সালফার ডাইঅক্সাইড গ্যাস বিপজ্জনক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। উদগিরণে কেউ আক্রান্ত হয়ে থাকলে তাকে সাহায্য করতে পারছে না জরুরি উদ্ধারকর্মীরা।
ইউএসজিএস জানিয়েছে, মাউন্ট কিলায়েয়ার নিচের দিকে পূর্বে ফাটল দিয়ে নতুন করে ব্যাপক লাভা নির্গত হয়েছে। লাভা নির্গমনের এই প্রভাব বাড়তে পারে।
লাভা উদগিরণের ফলে দেশটির ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় ১৭০০ লোককে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, লাভা আগুনের পর্দার মতো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তিনি জানান, তিনি সালফার ও গাছ পোড়ার গন্ধ পেয়েছেন।
দি আমেরিকান রেড ক্রস সেখানে একটি স্থানান্তর সহায়তা কেন্দ্র খুলেছে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ০৫, ২০১৮)