পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর-রয়টার্সের।
পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণপাকিস্তানের দুযোর্গ ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক আতাউল্লাহ খান বলেন, বেলুচিস্তান প্রদেশে মারওয়ার কয়লাখনিতে মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয়। তিনি বলেন, ‘আমরা ১১টি মরদেহ উদ্ধার করেছি। আরও পাঁচজন এখনও খনিতে আটকা পরা।
খনির প্রধান পরিদর্শক ইফতেখার আহমেদ বলেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেস্টা চলছে। কাছাকাছি একটি খনিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন আরও দুই শ্রমিক। তবে সেটা বিস্ফোরণের কারণে হয়েছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।
বেলুচিস্তানে প্রায়ই খনি দুর্ঘটনা হয়ে থাকে। বেশিরভাগ খনিই পাকিস্তানের মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশনের মালিকানাধীন। তারাই বেসরকারিখাতে খনিগুলো ইজারা দেয়। দেশটিতে ১৮৪ বিলিয়ন টন কয়লা আছে। প্রতিবছর ৪০ লাখ টন কয়লা উৎপাদন করে তারা।
(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)