খাগড়াছড়ি প্রতিনিধি : টায়ারে আগুন ও পিকেটিংয়ের মধ্য দিয়ে রবিবার (৬ মে) খাগড়াছড়িতে বাঙালি সংগঠনগুলোর ডাকে ৭২ ঘণ্টার হরতাল চলছে।

শুক্রবার (৪ মে) রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রো চালক মো. সজিব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতালে কর্মসূচির ডাক দেয় পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা।

হরতালের শুরুতে রবিবার সকালে জেলা শহরের কয়েকটি সড়কে টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সড়কের উপর ইটের গুড়ি ফেলে পিকেটিং করেন তারা।

হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলাচল করেনি জেলার আভ্যন্তরীণ সড়কের যানবাহন। ছেড়ে যায়নি দূরপাল্লার রুটের কোনো পরিবহনও।

এদিকে, হরতালে ভোগান্তিতে পড়েছে জেলায় ঘুরতে আসা পর্যটক ও সাধারণ মানুষ। এছাড়া, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত গেলো শুক্রবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)