‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ হিসাবে টাকা : ২ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ভুয়া কাগজ দেখিয়ে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে রাষ্ট্রের অতি ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুই ব্যবসায়ী হলেন- নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহান।
রবিবার (৬ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্তারিত জানার জন্য দুই ব্যবসায়ীকে ডাকা হয়েছে।’
এর আগে, ২৫ এপ্রিল দুদকের পরিচালক সৈয়দ ইকবাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তলব করা হয় দুই ব্যবসায়ীকে।
এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছিলেন, তারা ফারমার্স ব্যাংক থেকে কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন। পরে এই টাকা ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির’ অ্যাকাউন্টে হস্তান্তর করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)