দ্য রিপোর্ট প্রতিবেদক:  শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইংয়ের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) এই লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৫১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের ৯ মাসে হয়েছিল ১.৪৮ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ১.০৩ টাকা বা ৪১ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৯৪ টাকা। যার পরিমান আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে হয়েছিল ০.৫০ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ০.৪৪ টাকা বা ৮৮ শতাংশ।

কোম্পানিটির চলতি বছরের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১২.৮৩ টাকা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৮)