ময়মনসিংহে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মনি আক্তার নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার দুপুরে ফল প্রকাশের পর অকৃকার্য হবার খবর শুনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মনি আক্তার উপজেলার মাড়াদেওড়া গ্রামের মো. মঞ্জুরুল ইসলামের মেয়ে ছিল।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম জানান, উপজেলার ইছবপুর দাখিল মাদ্রাসা থেকে মনি আক্তার এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। রবিবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। রেজাল্ট সিটে দেখা যায় সে একাধিক বিষয়ে ফেল করেছে। এতে কান্নাকাটি করে। পরে সে থাকার ঘরের ধরনার সঙ্গে রশি দিলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সহপাঠিরা তার খোঁজ নিতে গিয়ে দেখতে পায় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে লাশ ঝুলতে দেখতে পায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
(দ্য রিপোর্ট/টিআই/এমএসআর/মে ০৬, ২০১৮)