দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় পাঁচ ঘন্টা আটকে রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

গাজীপুর থেকে রোববার বিকেলে নোমানকে আটক করে পুলিশ । একটি ভিডিও চিত্রে দেখা গেছে, পুলিশের পিকআপ ভ্যানের সামনের কেবিনে নোমানকে তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় আরও কয়েকজনকে আটক করে পিকআপ ভ্যানের পেছনে তোলার হয়।

নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু জানিয়েছিলেন, রবিবার বিকেলে গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় আবদুল্লাহ আল নোমানকে আটক করে নিয়ে যায় পুলিশ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ওই সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক মন্ত্রী নোমান।

(দ্য রিপোর্ট,টিআইএম/৬মে,২০১৮)