বগুড়ায় ধান ক্ষেতে ৪ গলাকাটা লাশ
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার এলাকার একটি ধান ক্ষেত থেকে সোমবার সকাল ১০টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাযায়নি। পুলিশ ধারণা করছে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। তবে নিহতদের মধ্যে ৩ জন স্থানীয় কাঠগড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন আটমূল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৭, ২০১৮)