দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। তার নাম জাকির হোসেন (২৫)। সোমবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পথচারী রহিমা, জয়সহ কয়েকজন জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

রহিমা জানান, কে বা কারা জাকিরকে ছুরিকাঘাত করে ওই এলাকায় ফেলে রেখে যায়।

নিহত যুবকের শাশুড়ি হেলেন বেগম জানান, জাকিরের বাসা গোড়ান এলাকার ৮ নম্বর রোডে। ইন্টারনেটের কাজ করতেন তিনি। দুই মাস আগে সুমা আক্তারকে তিনি বিয়ে করেন। কয়েক মাস আগে স্থানীয় যুবকদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। রাতে একা পেয়ে জাকিরকে হত্যা করেছে তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, যুবকের বুকের ডান পাশে ছরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)