দ্য রিপোর্ট ডেস্ক : জার্মানিতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার (৭ মে) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে রেল অপারেটর ডয়চে বান। খবর- রয়টার্সের।

দুর্ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে ডয়চে বান ও গণমাধ্যম সয়েডয়চে সাইটুং।

দুর্ঘটনার পর দমকল কর্মী ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)