দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে রাজধানী দামেস্কের দক্ষিণে কিশওয়া অঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার (৮ মে) এ খবর জানায়। খবর- বিবিসির।

মঙ্গলবারের এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দেশটিতে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, এ হামলায় সরকারসমর্থক একটি বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় ব্যাপক গোলযোগের শব্দ শোনা যায়।

সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী এক কমান্ডার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক দল দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক গুদামকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়। এতে ইরান রেভ্যুলেশনারি গার্ড ও শিয়া রক্ষীবাহিনীর সদস্যরা নিহত হন।

এ ব্যাপারে এখনো মুখ খোলেনি ইসরায়েল। তবে তারা আগেই জানিয়েছে, তারা সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি থামাতে বদ্ধপরিকর।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)