যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের খাটাল থেকে নয়টি জেব্রা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৮ মে) রাত ১২টার দিকে জেব্রাগুলো উদ্ধার করে যশোর পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গরু হাটের খাটালে খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল ১০টি জেব্রা। এর মধ্যে একটি মারা গেছে। উদ্ধার হওয়া জেব্রাগুলোর কোনো মালিক খুঁজে পায়নি গোয়েন্দা পুলিশ।

বুধবার (৯ মে) সকাল ১০টার দিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে জেব্রাগুলো হস্তান্তর করা হয়।

মনিরুজ্জামান আরও জানান, শার্শা উপজেলার সাতমাইল গরু হাটের দিন ছিল মঙ্গলবার। গরু হাটের খাটালে খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল ১০টি জেব্রা। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে। এসময় জেব্রাগুলোর মালিকানা কেউ দাবি করেনি।

কার্টনে করে রাজধানী ঢাকা থেকে জেব্রাগুলো ভারতে পাচারের জন্য আনা হয়েছিল। জেব্রাগুলোর পাশে কার্টন পড়ে ছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত জেব্রাগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা।ধারণা করা হচ্ছে অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হয়েছে। শার্শা সীমান্তকে পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, সাতমাইল বাজারে খুঁটিতে ১০টি জেব্রা বাঁধা ছিল। একটি জ্রেবা মারা যাওয়ার সময় অন্যগুলো লাফালাফি ও চিৎকার করতে থাকে। তখন স্থানীয় লোকজন টের পেয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)