যতই ভয়ভীতি দেখানো হোক মাঠ ছেড়ে যাব না : মঞ্জু
খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, যতই ভয়ভীতি দেখানো হোক আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না। আমিও মাঠ ছেড়ে কোথাও যাব না।
বুধবার (৯ মে) সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
নজরুল ইসলাম মঞ্জু বলেন, মঙ্গলবার (৯ মে) রাতে প্রায় ২০০ নেতাকর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত পাঁচদিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেফতার করেছে। নিজেদের পরাজয় ঠেকাতেই পুলিশকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ধরপাকড় চালাচ্ছে ক্ষমতাসীনরা।
আগামী ১৫ মে (মঙ্গলবার) খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)