চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে তথকথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মিরাজুল ইসলাম মিরা (৪৭) নিহত হয়েছেন।

বুধবার (৯ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিরা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে দুই রাউন্ড গুলিসহ মিরাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে ডাকাত সর্দার মিরার অন্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় গুলিতে নিহত হন মিরা।

পরে ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানায়, মিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। সে জামু আকরাম বাহিনীর সক্রিয় সদস্য ছিলো।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১০, ২০১৮)