দিরিপোর্ট২৪ ডেস্ক : আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে জাতীয় দলের হয়ে খেলতে হলে কোচের মন জয় করতে হবে কাকাকে। কোচ লুই ফেলিপ স্কলারি তাই গভীর পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

বিশ্বকাপ স্কোয়াডে কাকা থাকবেন কিনা তা নির্ভর করছে তার পারফর্মের ওপর। স্কলারি বলেছেন, ‘ওকে কিভাবে বিশ্বকাপে ব্যবহার করবো সেটাই পরীক্ষা-নিরীক্ষা করছি আমি।’

কোচের মন পেতে বসে নেই কাকাও। রিয়াল মাদ্রিদে নিজেকে মেলে ধরতে না পারায় চলতি মৌসুমে তিনি যোগ দিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে।

কাকার সিদ্ধান্ত পছন্দ হয়েছে কোচের। স্কলারি বলেছেন, ‘মিলানের সঙ্গে কাকা চুক্তিবদ্ধ হওয়ায় ভালো হয়েছে। এর মাধ্যমে ও নিজেকে আরও বেশি প্রমাণ করার সুযোগ পাবে।’

২০১২ সালে জাপানের বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলার পর হলুদ জার্সি গায়ে আর দেখা যায়নি কাকাকে। দেশের হয়ে ৮৭ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন এসি মিলানের এই খেলোয়াড়।

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/নভেম্বর ০৮, ২০১৩)