আইপিএলে বিশাল ব্যবধানে কলকাতাকে হারিয়েছে মুম্বাই
দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতাকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মুম্বাই।
বুধবার (৯ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ানস। ইশান কিষানের ঝড়ো ফিফটির বদৌলতে রানের পাহাড়ে চড়ে মুম্বাই। ইশান ১৭ বলে ফিফটি পূর্ণ করেন যা যৌথভাবে মুম্বাইয়ের হয়ে দ্রুততম। তিনি ২১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৬২ রান করেন। শেষদিকে বেন কাটিংয়ের ৯ বলে ২৪ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে মুম্বাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন কলকাতার পিযুষ চাওলা। ম্যাচ সেরার পুরস্কার পান ইশান।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। উইকেট পতনের ধারা অব্যাহত রেখে ৬৭ রানে ৫ উইকেট হারায় দলটি। দলীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্রিস লিন ও নিতিশ রানা। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের পক্ষে পান্ডিয়া ব্রাদার্স হার্দিক ও ক্রুনাল ২টি করে উইকেট পান।
মুম্বাই এদিনও একাদশে কোনও পরিবর্তন আনেনি। যদিও ম্যাচের আগে শোনা যাচ্ছিলো বেন কাটিং কিংবা জেপি ডুমিনির স্থলে আজ জায়গা পেতে পারেন মুস্তাফিজ।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১০, ২০১৮)