হাসপাতালে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন (৮০) নামের মানবতাবিরোধী অপরাধের মামলার এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কারাসূত্রে জানা গেছে, গত ৫ মে অসুস্থ অবস্থায় বিল্লালকে কাশিমপুর কারাগার থেকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সুস্থ হয়ে গেলে বৃহস্পতিবার বিকালে তাকে রিলিজ দেওয়া হয়। ঢামেক থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফের ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৮)